total visitors

আপনার ব্লগে যুক্ত করুন ফিড ফরম আর ভিজিটরদের আবার ফিরিয়ে আনুন আপনার ব্লগে

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ

কয়েকদদিন আগে টেকটিউনের এক ভিজিটর আমাকে মেইলে বলেছিল কিভাবে সাইটে ভিজিটরদের মেইল সাবস্ক্রাইব করার জন্য ব্লগে বা সাইটে ফিড আপডেট বক্স ব্যাবহার করে তা নিযে একটি টিউন করার জন্য কিন্তু পরবর্তী সময়ে ব্যাস্ততার জন্য আর তা নিযে টিউন করা হয় নি। আজ সেই ব্যাক্তি একটি মেইলে আমাকে অনেকটা অভিয়োগের সুরে জানালেন যে আমার টিউনগুলো নাকি অনেকটা সিনেমা মুক্তির মত হয় যে আসার আগেই তা নিয়ে ব্যাপক প্রচারনা আসছে, আসবে, খুব শীঘ্রই আসতেছে কিন্তু দেখা যায় প্রতীক্ষার প্রহর বাড়েই ব্যাপারটা আমিও ভেবে দেখলাম আসলেই ঠিকই তো আমি এরকম অনেক টিউন করার কথা থাকলেও সময়স্বল্পতার জন্য আর করা হয়ে ওঠেনি তাই আজ তার একথা শুনে যদিও খুব সহজ একটি ব্যাপার কিন্তু এই টিউনটি করছি ওনার অনুরোধ রক্ষার জন্য।
এরকম ফিড বক্স খুব সহজেই ব্যাবহার করতে পারেন গুগলের ফিড বার্নার সার্ভিসটির মাধ্যমে। এজন্য প্রথমেই এই লিংকে যান তবে এটি আপনি ফিডবার্নার ডট কম বা এডসেন্স ফর ফিড থেকেও করতে পারেন। সাইন ইন এর পর নিচের মত যে পেজটি আসবে সেখানে আপনার সাইট বা ব্লগ এর ফিড এর ঠিকানাটি দিয়ে নেক্সট এ ক্লিক করুন।
Tune 1
এরপর পরপর কয়েকটি পেজটি আসবে প্রত্যকটিতেই নেক্সট এ ক্লিক করুন। এরপর নিচের মত পেজটি আসলে ছবিতে দেখানো পাবলিসাইজ ট্যাবটিতে ক্লিক
করুন।
tune 2
এরপর পাবলিসাইজ ট্যাবটি ওপেন হলে ছবিতে দেখানো ই-মেইল সাবস্ক্রিপশনে ক্লিক করুন।
tune 3
এখানে একটিভ বাটনটিতে ক্লিক করে সার্ভিসটি এ্যাকটিভ করে নিন। এরপর যে পেজটি আসবে তাতে ভাষা এবং ব্লগের ধরন সিলেক্ট করে সেভ করুন এবং বক্স এর জন্য যে কোডটি আছে তা আপনার ব্লগ বা সাইটে কপি পেস্ট করুন। (এটা মূলত ব্লগস্পটের জন্য অন্যান্যগুলোর জন্য কিছুটা ভিন্ন হবে শেষদিকে।)

Previous
This is the oldest page
Designed by MS Design

Powered by Blogger