total visitors

Kaspersky চালান আজীবন!!! কোন Key এর ঝামেলা নাই!!!

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ

http://techtunes.com.bd/uploads/images/tune-images/2009/07/kaspersky-internet-security-2009.jpg?e83a2c
ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি সবার মতে সবচেয়ে ভাল একটা এন্টিভাইরাস। কিন্তু ফ্রি তে তো আর ব্যবহার করা যাবে না!! সে জন্য রয়েছে বিশেষ এক উপায়। এত করে কোন Key এর ঝামেলাও নাই আবার ফ্রিতেও ব্যবহার করা যাবে!!

এজন্য আপনাকে 315.45 KB  কিলোবাইট এর মত একটা জিনিস ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করতে হলে   এখান
আপডেট কপি করবেন যেভাবে:
kaspersky চালু করুন. তারপর সেটিংস এ যান। তারপর এডিশনাল
তারপর কপি আপডেটস টু ফোল্ডার এ টিক দিন এবং আপনার পিসির যেকোন খানে ব্রাউস করে রেখে দিয়েন।

আজকাল যারা মিরপুর রোড দিয়ে যাতায়াত করেন তারা নিশ্চয় kaspersky মোড়কের বাস দেখেছেন । এ থেকে kaspersky এর জনপ্রিয়তা সম্পর্কে ধারনা করা যায়।সাম্প্রতিকালে kaspersky এর user এর সংখ্যা তুলনামূলক বেড়েই চলছে।আমাদের মত স্বল্প উন্নত দেশে কয়জনই kaspersky কিনে ব্যবহার করতে পারে।তাই বলে কি আমরা kaspersky ব্যবহার করবনা ?
চলুন আজ আমরা এমন এক পদ্ধতি দেখি যার মাধ্যমে আজ থেকে kaspersky আজীবন free তে ব্যবহার করব।
চলুন দেখা যাক তা কিভাবে করা যায়
এই link থেকে kaspersky antivirus /internet security download করে নিন
আপনারা http://www.kavkiskey.com এই সাইট থেকে key download করুন।আপনারা এই সাইটে থেকে kaspersky এর যে version install করেছেন সেই version এর key download করুন ,তানাহলে কাজ করবেনা। key download এর সময় একটি জিনিস মাথায় রাখুন পেজটি last যে দিনে update হয়েছে সে দিনের key download
করুন।এতে আর key blacklisted দেখাবেনা।
1.এবার kaspersky install করুন
এখন থেকে নিয়মিত ওইখানে আপডেট সেভ হবে। ছবিগুলো দেখলে বুঝবেন।
১) প্রথমে ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি নিচের আইকন থেকে অপেন করুন।
২) তারপর সেটিংস এ যান।
untitled4.JPG
৩) সেটিংস বামপাশে দেখুন অপশন আছে। সেখানে ক্লিক করুন।
untitled-2.JPG
৪) তারপর দেখুন সেলফ ডিফেন্সে টিক দেওয়া আছে কিনা। টিক দেওয়া থাকলে টিক উঠিয়ে দিন।
untitled-2.JPG
৫) ট্রায়াল রিসেট চালু করুন
৬) অপারেটিং সিস্টেম সিলেক্ট করুন
৭) কাজ সম্পাদনা করুন।
৮) এক্টিভেট করতে বললে এক্টিভেট ট্রায়াল ভার্সন সিলেক্ট করুন।
ব্যাস এবার হয়ে গেল আরো ৩০ দিন। এভাবে প্রতিবার আপনি ব্যবহার করতে পারবেন ক্যাসপারস্কাই!!
বিশেষ দ্রষ্টব্য: ট্রায়াল রিসেট হওয়ার পর ডাটাবেজ করাপ্টেড হতে পারে। বলবে আপডেট করুন। ইন্টারনেট থেকে আবার আপডেট করা ঝামেলার কাজ। Kaspersky Update করুন ইণ্টারনেট ছাড়া!!! দেখতে পারেন আশা করি কাজে দেবে!!! আর একটা কথা ট্রায়াল রিসেট কে ক্যাসপারস্কাই, অ্যাভস্টসহ বেশ কিছু এন্টিভাইরাস ভাইরাস হিসেবে দেখে। তাই এটাকে ভাইরাস হিসেবে মুছতে বললেও মুছবেন না যেন!!!
ENJOY LiFE long VALidity

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger